জন্ম
-
৫ ফেব্রুয়ারি ১৯৩২ (২২ মাঘ, ১৩৩৮), শুক্রবার, মামার বাড়ি
তখনকার পূর্ববঙ্গের চাঁদপুরে
পৈতৃক বাসস্থান
- বরিশাল জেলার বাণারিপাড়া (বর্তমান বাংলাদেশ)
নাম
- চিত্তপ্রিয়, শঙ্খ [ছদ্মনাম: কুন্তক]
ভাই-বোন
-
অপর্ণা গুহ রায় (অশ্রু, ১৯২২-২০১৮), সত্যপ্রিয় (কল্যাণ,
১৯২২-২০০৩), স্বস্তি দত্ত (১৯৩০-২০০৬), নিত্যপ্রিয় (অসীম,
১৯৩৪-২০২২), শাশ্বতী বসু (দীপ্তি, জ. ১৯৪০), ভারতী রায়
(খুকু, জ. ১৯৪২) ও কৃত্যপ্রিয় (অভ্র, জ. ১৯৪৪)
স্ত্রী
- প্রতিমা (১৯ অক্টোবর, ১৯৩২ – ২৯ এপ্রিল, ২০২১)
সন্তান
-
শ্রাবন্তী (মিঠি, জ. ১৯৫৭), সেমন্তী (টিয়া, জ. ১৯৬৯)
প্রয়াণ
-
২১ এপ্রিল, ২০২১ উলটোডাঙার বাড়িতে জীবনাবসান, ২৯ এপ্রিল জীবনসঙ্গিনী প্রতিমার জীবনাবসান একই বাড়িতে
শিক্ষাজীবন
-
১৯৪৩ - শৈশবে শিক্ষার শুরু বাড়িতে, পাকশি চন্দ্রপ্রভা
বিদ্যাপীঠে ষষ্ঠ শ্রেণিতে প্রথম ভর্তি
-
১৯৪৬ - বিশ্বভারতী লোকশিক্ষা সংসদের আদ্যভারতী পরীক্ষায়
উত্তীর্ণ (দশম শ্রেণিতে পড়াকালীন এই পরীক্ষা দিয়েছিলেন)
-
১৯৪৭ - প্রবেশিকা (ম্যাট্রিকুলেশন) পরীক্ষায় পাঁচটি
বিষয়ে লেটার পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ। সরকারি বৃত্তি
পেয়েছিলেন। অবিভক্ত বাংলার মেধাতালিকায় পঞ্চদশ,
পশ্চিমবঙ্গের মেধাতালিকায় ষষ্ঠ।
-
১৯৪৯ - প্রেসিডেন্সি কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আই.
এ. পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ (সরকারি বৃত্তি
পেয়েছিলেন)
-
১৯৫১ - প্রেসিডেন্সি কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.
এ. পরীক্ষায় উত্তীর্ণ
-
১৯৫৪ - কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ.
পরীক্ষায় প্রথম
কর্মজীবন
-
১৯৫৫ - আগস্ট-সেপ্টেম্বর, বঙ্গবাসী কলেজে লিভ ভেকেন্সিতে
অধ্যাপনা, নভেম্বরে মুর্শিদাবাদ জঙ্গীপুর কলেজে
অধ্যাপনাকর্মে যোগদান
-
১৯৫৬ - ৭ মার্চ (ফাল্গুনে) সহপাঠিনী শ্রীমতী প্রতিমা
বিশ্বাস (ইভা)-কে বিয়ে, এপ্রিলে বহরমপুর গার্লস কলেজে
যোগদান
-
১৯৫৭ - ফেব্রুয়ারিতে কলকাতায় সিটি কলেজে (আমহার্স্ট
স্ট্রিট) যোগদান, নভেম্বরে বড়ো মেয়ে শ্রাবন্তীর (মিঠি)
জন্ম
-
১৯৬৫ - ফেব্রুয়ারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা
বিভাগে যোগদান
-
১৯৬৭ - অক্টোবরে আমেরিকার আয়ওয়া বিশ্ববিদ্যালয়ের
ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামে অনারারি ফেলো হিসেবে
আমন্ত্রিত হয়ে প্রথমবার বিদেশ যাত্রা, ৩১ অক্টোবর আয়ওয়া
পৌঁছনো
-
১৯৬৮ - ১ জুন আয়ওয়া ছাড়লেন, লণ্ডনে এসে স্ত্রী ইভার
সঙ্গে ইওরোপ ঘুরে অগাস্টে দেশে ফেরা
- ১৯৬৯ - মার্চে ছোটো মেয়ে সেমন্তীর (টিয়া) জন্ম
-
১৯৭৪ - ফেব্রুয়ারি-এপ্রিল, দিল্লি বিশ্ববিদ্যালয়ে
ভিজিটিং প্রফেসর
-
১৯৭৮ - ফেব্রুয়ারি মাসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
রাইটার ইন রেসিডেন্স হিসেবে যোগ, ছিলেন ১৯৭৯-এর ফেব্রুয়ারি
পর্যন্ত
-
১৯৮৪ - আগস্ট-সেপ্টেম্বর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
ভিজিটিং ফেলো
-
১৯৮৭ - এক বছরের জন্য শিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব
অ্যাডভান্সড স্টাডিজ-এ ভিজিটিং ফেলো
-
১৯৮৯ - জুন মাসে বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অধ্যক্ষপদে
যোগদান
-
১৯৯০ - শারীরিক কারণে ফেব্রুয়ারি মাসে বিশ্বভারতীর
রবীন্দ্রভবনের অধ্যক্ষপদ ছেড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
বাংলা বিভাগে ফিরে আসা
-
১৯৯২ - ফেব্রুয়ারি মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপনা থেকে অবসর
বাসস্থান
- ১৯৩২ – ১৯৩৫ – বাণারিপাড়ার পৈতৃক বাড়িতে
-
১৯৩৫ – ১৯৩৯ – বাবার চাকরিসূত্রে কলকাতায়, প্রথমে ৬ নম্বর
মসজিদবাড়ি স্ট্রিট, তারপর শঙ্কর ঘোষ লেনে
-
১৯৩৯ জুলাই – ১৯৪৭ জুলাই - বাবার চাকরিসূত্রে পাকশির
হেডমাস্টার্স্ কোয়ার্টারে
-
১৯৪৭
গৌহাটিতে বড়োকাকার রেলওয়ে কোয়ার্টারে (জুলাই-অগাস্ট)।
১৫ই অগাস্ট এখানেই ছিলেন
বাবা মণীন্দ্রকুমার একা
পাকশিতেই ছিলেন ১৯৪৮ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত
মায়ের মাসিমার বাড়িতে আর জি কর রোডের পাশে নীলমণি
মিত্র রো-তে পরিবারের সাময়িক আশ্রয় (অগাস্ট)
সেপ্টেম্বর মাসে কলেজ স্ট্রিট সংলগ্ন কলাবাগানে
শম্ভু চ্যাটার্জি স্ট্রিটের রেলওয়ে কোয়ার্টারে পরিবারের
সঙ্গে
অক্টোবর মাস থেকে রামকৃষ্ণ মিশন
স্টুডেন্ট্স্ হোমে আবাসিক, ছিলেন ১৯৫১ সালের অক্টোবর
পর্যন্ত
-
১৯৫১ – ১৯৫৪ – শম্ভু চ্যাটার্জি স্ট্রিটের রেলওয়ে
কোয়ার্টারে পরিবারের সঙ্গে
-
১৯৫৪ - নারকেলডাঙার রেলওয়ে কোয়ার্টারে পরিবারের সঙ্গে
-
১৯৫৫ নভেম্বর – ১৯৫৬ এপ্রিল – চাকরিসূত্রে মুর্শিদাবাদের
জঙ্গীপুরে
-
১৯৫৬ জুন – ১৯৫৭ ফেব্রুয়ারি – বিয়ের পর বহরমপুরে প্রথম
সংসার
-
১৯৫৭ মার্চ – ১৯৫৯ নভেম্বর - নারকেলডাঙার রেলওয়ে
কোয়ার্টারে পরিবারের সঙ্গে
-
১৯৫৯ ডিসেম্বর – ১৯৬৬ জানুয়ারি – কলকাতার টালায় ১১৭এ
ইন্দ্র বিশ্বাস রোডে
-
১৯৬৬ জানুয়ারি – ১৯৭৩ ডিসেম্বর – শ্যামবাজার ট্রামডিপোর
কাছে ১০৩ই বিধান সরণিতে
-
১৯৭৩ জানুয়ারি – ১৯৮০ ডিসেম্বর – পাঁচমাথার মোড়ের কাছে
২২৬এ আচার্য প্রফুল্লচন্দ্র রোডে
-
১৯৮০ ডিসেম্বর – ২০২১ এপ্রিল – উলটোডাঙার এ১/৬ ঈশ্বরচন্দ্র
নিবাসের স্থায়ী আবাসে
(এই পঞ্জিতে শুধুমাত্র বইয়ের প্রথম সংস্করণের সাল উল্লেখ করা
হয়েছে, [ ] চিহ্নের মধ্যে সর্বশেষ সংস্করণের প্রকাশকের নাম)
কাব্যগ্রন্থ ও কবিতা সংকলন
-
(১) দিনগুলি রাতগুলি (১৯৫৬), এস রায় অ্যান্ড
কোং [দে’জ পাবলিশিং], কলকাতা
-
(২) এখন সময় নয় (১৯৬৭), অনুভব প্রকাশনী, কলকাতা
-
(৩) নিহিত পাতালছায়া (১৯৬৭), বিদ্যা [দে’জ পাবলিশিং], কলকাতা (‘এখন সময় নয়’ একটি অংশ হিসেবে এই বইতেও আছে)
-
(৪) শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা (১৯৭০), ভারবি
[দে’জ পাবলিশিং], কলকাতা
-
(৫) আদিম লতাগুল্মময় (১৯৭২), অরুণা
প্রকাশনী, কলকাতা
-
(৬) মূর্খ বড়ো সামাজিক নয় (১৯৭৪), আনন্দ
পাবলিশার্স, কলকাতা
-
(৭) বাবরের প্রার্থনা (১৯৭৬), দে’জ পাবলিশিং,
কলকাতা
-
(৮) মিনিবুক [কবিতা সংকলন] (১৯৭৮), সন্দীপন
চট্টোপাধ্যায়, কলকাতা
-
(৯) তুমি তো তেমন গৌরী নও (১৯৭৮), দে’জ
পাবলিশিং, কলকাতা
-
(১০) পাঁজরে দাঁড়ের শব্দ (১৯৮০), দে’জ
পাবলিশিং, কলকাতা
-
(১১) কবিতাসংগ্রহ ১ (১৯৮১), দে’জ পাবলিশিং,
কলকাতা
-
(১২) প্রহরজোড়া ত্রিতাল (১৯৮২), নাভানা
[অনুষ্টুপ], কলকাতা
-
(১৩) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে (১৯৮৪), আনন্দ
পাবলিশার্স, কলকাতা
-
(১৪) বন্ধুরা মাতি তরজায় (১৯৮৪), স্বরলিপি
[অনুষ্টুপ], কলকাতা
-
(১৫) ধুম লেগেছে হৃৎকমলে (১৯৮৭), প্রমা
[কবিতা পাক্ষিক], কলকাতা
-
(১৬) কবিতাসংগ্রহ ২ (১৯৯১), দে’জ পাবলিশিং,
কলকাতা
-
(১৭) লাইনেই ছিলাম বাবা (১৯৯৩), অনুষ্টুপ,
কলকাতা
-
(১৮) গান্ধর্ব কবিতাগুচ্ছ (১৯৯৪), প্রমা
প্রকাশনী [প্যাপিরাস], কলকাতা
-
(১৯) নির্বাচিত প্রেমের কবিতা (১৯৯৪), বিকাশ
গ্রন্থ ভবন, কলকাতা
-
(২০) মিনি কবিতার বই (১৯৯৪), আজকাল, কলকাতা
-
(২১) শবের উপরে শামিয়ানা (১৯৯৬), অনুষ্টুপ,
কলকাতা
-
(২২) ছন্দের ভিতরে এত অন্ধকার (১৯৯৯), আনন্দ
পাবলিশার্স, কলকাতা
-
(২৩) জলই পাষাণ হয়ে আছে (২০০৪), প্যাপিরাস,
কলকাতা
-
(২৪) প্রেম পদাবলি (কবিতা সংকলন) (২০০৬),
গৌরব, কলকাতা
-
(২৫) সমস্ত ক্ষতের মুখে পলি (২০০৭), সপ্তর্ষি প্রকাশন, কলকাতা
-
(২৬) সময়পটে শঙ্খ ঘোষ (নির্বাচিত কবিতা সংকলন) (২০০৮), এপিডিআর, কলকাতা
-
(২৭) মাটিখোঁড়া পুরোনো করোটি (২০০৯), প্যাপিরাস, কলকাতা
-
(২৮) গোটাদেশজোড়া জউঘর (২০১০), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(২৯) হাসিখুশি মুখে সর্বনাশ (২০১১), সিগনেট প্রেস, কলকাতা
-
(৩০) প্রিয় ২৫ (কবিতা সংকলন) (২০১২), শব্দহরিণ, কলকাতা
-
(৩১) প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে (২০১২), সিগনেট প্রেস, কলকাতা
-
(৩২) বহুস্বর স্তব্ধ পড়ে আছে (২০১৪), সিগনেট প্রেস, কলকাতা
-
(৩৩) প্রেমের কবিতা (কবিতা সংকলন) (২০১৪), সপ্তর্ষি প্রকাশন, কলকাতা
-
(৩৪) কবিতাসংগ্রহ ৩ (২০১৫), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৩৫) শুনি শুধু নীরব চিৎকার (২০১৫), সিগনেট প্রেস, কলকাতা
-
(৩৬) এও এক ব্যথা উপশম (২০১৭), সিগনেট প্রেস, কলকাতা
-
(৩৭) কয়েকটি কবিতা (কবিতা সংকলন) (২০১৭), স্পার্ক, কলকাতা
-
(৩৮) সীমান্তবিহীন দেশে দেশে (২০২০), সিগনেট প্রেস, কলকাতা
-
(৩৯) কবিতা সংগ্রহ ৪ (২০২১), দে’জ পাবলিশিং, কলকাতা
অনুবাদ-কবিতার বই
-
(১) চিড়িয়াখানা ও অন্যান্য কবিতা (১৯৭৯, নিকোলাস গিয়েনের কবিতার অনুবাদ), কালপুরুষ [দে’জ পাবলিশিং], কলকাতা।
-
(২) ঢেউয়ে ঢেউয়ে তলোয়ার (১৯৮০, তেলুগু কবি চেরাবান্দা রাজু-র কবিতার অনুবাদ অন্যান্য কবির সঙ্গে), সংহতি প্রকাশনী [সপ্তর্ষি প্রকাশন], কলকাতা।
-
(৩) বহুল দেবতা বহু স্বর (১৯৮৬), নাথ পাবলিশিং [দে’জ পাবলিশিং), কলকাতা
-
(৪) ইরাকি কবিতার ছায়ায় (২০১০), তালপাতা [আদম], কলকাতা
-
(৫) ইকবাল থেকে (২০১২, ইকবালের জাভিদনামা-র অনুবাদ), প্যাপিরাস, কলকাতা
-
(৬) কালো আমেরিকার কবিতা-গান (২০২২), প্যাপিরাস, কলকাতা
গদ্যগ্রন্থ
-
(১) কালের মাত্রা ও রবীন্দ্রনাটক (১৯৬৯), সংস্কৃত পুস্তক ভাণ্ডার [দে’জ পাবলিশিং], কলকাতা
-
(২) নিঃশব্দের তর্জনী (১৯৭১), অরুণা প্রকাশনী [প্যাপিরাস), কলকাতা
-
(৩) ছন্দের বারান্দা (১৯৭২), চিত্রক [অরুণা প্রকাশনী], কলকাতা
-
(৪) এ আমির আবরণ (১৯৮০), প্যাপিরাস, কলকাতা
-
(৫) উর্বশীর হাসি (১৯৮১), প্যাপিরাস, কলকাতা
-
(৬) শব্দ আর সত্য (১৯৮২), প্যাপিরাস, কলকাতা
-
(৭) নির্মাণ আর সৃষ্টি (১৯৮২), রবীন্দ্রভবন, বিশ্বভারতী [প্যাপিরাস], কলকাতা
-
(৮) কল্পনার হিস্টিরিয়া (১৯৮৪), প্রমা প্রকাশনী [প্যাপিরাস], কলকাতা
-
(৯) জার্নাল (১৯৮৫), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১০) ঘুমিয়ে পড়া অ্যালবাম (১৯৮০), প্যাপিরাস, কলকাতা
-
(১১) কবিতার মুহূর্ত (১৯৮৭), অনুষ্টুপ, কলকাতা
-
(১২) কবিতালেখা কবিতাপড়া (১৯৮৯), কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণ কমিটি [রক্তমাংস], কলকাতা
-
(১৩) ঐতিহ্যের বিস্তার (১৯৮৯), প্যাপিরাস, কলকাতা
-
(১৪) ছন্দোময় জীবন (১৯৯৩), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১৫) কবির অভিপ্রায় (১৯৯৪), রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় [প্যাপিরাস], কলকাতা
-
(১৬) এখন সব অলীক (১৯৯৪), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১৭) বইয়ের ঘর (১৯৯৬), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১৮) সময়ের জলছবি (১৯৯৮), কবিতা পাক্ষিক, কলকাতা
-
(১৯) কবির বর্ম (১৯৯৮), বিজল্প প্রকাশন (সপ্তর্ষি প্রকাশন), কলকাতা
-
(২০) ইশারা অবিরত (১৯৯১), প্যাপিরাস, কলকাতা
-
(২১) এই শহরের রাখাল (২০০০), পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা
-
(২২) ইছামতীর মশা (২০০২), স্বর্ণাক্ষর প্রকাশনী, কলকাতা
-
(২৩) দামিনীর গান (২০০২), প্যাপিরাস, কলকাতা
-
(২৪) অবিশ্বাসের বাস্তব (২০০৩), সমান [তালপাতা], কলকাতা
-
(২৫) সামান্য অসামান্য (২০০৬), প্যাপিরাস, কলকাতা
-
(২৬) ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ (২০০৭), আজকাল, কলকাতা
-
(২৭) ভিন্ন রুচির অধিকার (২০০৯), তালপাতা, [দে’জ পাবলিশিং] কলকাতা
-
(২৮) আরোপ আর উদ্ভাবন (২০১১), তালপাতা, কলকাতা
-
(২৯) বটপাকুড়ের ফেনা (২০১১), একুশ শতক, কলকাতা
-
(৩০) দেখার দৃষ্টি (২০১৪), তালপাতা, কলকাতা
-
(৩১) আয়ওয়ার ডায়েরি (২০১৪), পাঠক, কলকাতা
-
(৩২) নির্বাচিত প্রবন্ধ - রবীন্দ্রনাথ (২০১৪), কথাপ্রকাশ, ঢাকা, বাংলাদেশ
-
(৩৩) নির্বাচিত প্রবন্ধ - নানা প্রসঙ্গ (২০১৪), কথাপ্রকাশ, ঢাকা, বাংলাদেশ
-
(৩৪) নির্বাচিত গদ্যলেখা (২০১৫), তালপাতা [ধানসিড়ি], কলকাতা
-
(৩৫) হে মহাজীবন (২০১৬), প্যাপিরাস, কলকাতা
-
(৩৬) বেড়াতে যাবার সিঁড়ি (২০১৬), স্বর্ণাক্ষর, কলকাতা
-
(৩৭) অল্পস্বল্প কথা (২০১৬), পাঠক, কলকাতা
-
(৩৮) নিরহং শিল্পী (২০১৬), তালপাতা, কলকাতা
-
(৩৯) লেখা যখন হয় না (২০১৯), পত্রভারতী, কলকাতা
-
(৪০) পরম বন্ধু প্রদ্যুম্ন (২০১৯), প্যাপিরাস, কলকাতা
-
(৪১) সন্ধ্যানদীর জলে (২০১৯), সংকলক: পিয়াস মজিদ, প্রথমা, বাংলাদেশ
-
(৪২) ছেড়ে রেখেই ধরে রাখা (২০২১), প্যাপিরাস, কলকাতা
গদ্যসংগ্রহ
-
(১) গদ্যসংগ্রহ ১ (২০০২), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(২) গদ্যসংগ্রহ ২ (২০০২), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৩) গদ্যসংগ্রহ ৩ (২০০২), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৪) গদ্যসংগ্রহ ৪ (২০০২), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৫) গদ্যসংগ্রহ ৫ (২০০২), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৬) গদ্যসংগ্রহ ৬ (২০০২), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৭) গদ্যসংগ্রহ ৭ (২০০৩), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৮) গদ্যসংগ্রহ ৮ (২০১৩), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৯) গদ্যসংগ্রহ ৯ (২০১৫), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১০) গদ্যসংগ্রহ ১০ (২০১৮), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১১) গদ্যসংগ্রহ ১১ (২০২০), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১২) গদ্যসংগ্রহ ১২ (২০২২), দে’জ পাবলিশিং, কলকাতা
-
অনুবাদ গদ্যের বই
-
(১) ওকাম্পোর রবীন্দ্রনাথ (১৯৭৩, ভিক্টোরিয়া ওকাম্পোর ১৯৬১ সালে প্রকাশিত মূল রচনা—Tagore en las barrancas de San Isidro (Tagore on the Ravines of San Isidro-র অনুবাদ রিচার্ড বার্কারের সাহায্যে, যোগ করেছেন ভূমিকা, টীকা, অনুষঙ্গ), ভাবনা [দে’জ পাবলিশিং], কলকাতা।
শিশু ও কিশোরদের জন্য গদ্য
-
(১) বিদ্যাসাগর (১৯৫৬), সাক্ষরতা প্রকাশন [প্যাপিরাস], কলকাতা
-
-
(২) সকালবেলার আলো (১৯৭২), অরুণা প্রকাশনী, কলকাতা
-
(৩) শব্দ নিয়ে খেলা (১৯৮০, ‘কুন্তক’ ছদ্মনামে লেখা), আনন্দ পাবলিশার্স, কলকাতা
-
(৪) কথা নিয়ে খেলা (১৯৯৩), অরুণা প্রকাশনী, কলকাতা
-
(৫) সুপুরিবনের সারি (১৯৯০), অরুণা প্রকাশনী, কলকাতা
-
(৬) ছোট্ট একটা স্কুল (১৯৯৮), শিশু সাহিত্য সংসদ, কলকাতা
-
(৭) অল্পবয়স কল্পবয়স (২০০৭), শিশু সাহিত্য সংসদ, কলকাতা
-
(৮) শহরপথের ধুলো (২০১০), অরুশা প্রকাশনী, কলকাতা
-
(৯) ছোটোদের গদ্য (২০১৭), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১০) কিশোরকথা (২০২১,‘সকালবেলার আলো’, ‘সুপুরিবনের সারি’ এবং ‘শহরপথের ধুলো’-র সংকলন), বাতিঘর, ঢাকা, বাংলাদেশ
-
-
(১১) বন্দনার বাগান (২০২২), বিধান শিশু উদ্যান, কলকাতা
-
শিশু ও কিশোরদের জন্য ছড়া-কবিতা
-
(১) রাগ করো না রাগুনি (১৯৮৩), আজকাল, কলকাতা
-
(২) সব কিছুতেই খেলনা হয় (১৯৮৭), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৩) আমন ধানের ছড়া (১৯৯১), প্রজ্ঞা প্রকাশন [দে’জ পাবলিশিং], কলকাতা
-
(৪) সেরা ছড়া (১৯৯৪), বুকফ্রন্ট পাবলিকেশন ফোরাম, কলকাতা
-
(৫) আমন যাবে লাট্টু পাহাড় (১৯৯৬), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৬) বড়ো হওয়া খুব ভুল (২০০২), দোয়েল, কলকাতা
-
(৭) ওরে ও বায়নাবতী (২০০৩), দোয়েল, কলকাতা
-
(৮) বল তো দেখি কেমন হতো (২০০৫), দোয়েল, কলকাতা
-
(৯) আমায় তুমি লক্ষ্মী বলো (২০০৭), দোয়েল, কলকাতা
-
(১০) ছড়াসমগ্র (২০১০), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১১) সুর-সোহাগি (২০১০), শিশু সাহিত্য সংসদ, কলকাতা
-
(১২) ছোটোদের ছড়া কবিতা (২০১১), শিশু সাহিত্য সংসদ, কলকাতা
-
(১৩) ইচ্ছেপ্রদীপ (২০১৪), লালমাটি, কলকাতা
-
(১৪) আজকে আমার পরীক্ষা নেই (২০১৮), নিউ স্ক্রিপ্ট, কলকাতা
অনুবাদ নাটক
-
(১) হয়বদন (১৯৮৬, মূল নাটক—গিরিশ কারনাড), প্যাপিরাস, কলকাতা
-
(২) রক্তকল্যাণ (১৯৯৫, মূল নাটক—গিরিশ কারনাড), প্যাপিরাস, কলকাতা
-
(৩) মানুষ (২০১৪, মূল নাটক—হ্বাল্টের হাসেনক্লেভার), দে’জ পাবলিশিং, কলকাতা
বক্তৃতা-সংকলন
-
(১) অন্ধের স্পর্শের মতো (২০০৭), গাঙচিল, কলকাতা
-
(২) জানার বোধ (২০১৩), বহুরূপী, কলকাতা
-
(৩) হওয়ার দুঃখ (২০১৪), অনুষ্টুপ, কলকাতা
-
(৪) মুখের কথা সভায় (২০১৯), পাঠক, কলকাতা
-
(৫) নির্বাচিত ভাষণমালা (২০২০), যুক্ত, ঢাকা, বাংলাদেশ
অগ্রন্থিত রচনা সংকলন
-
(১) মুখজোড়া লাবণ্যে (২০০১), প্যাপিরাস, কলকাতা
-
(২) অগ্রন্থিত শঙ্খ ঘোষ (২০১৭), প্যাপিরাস, কলকাতা
সাক্ষাৎকার ভিত্তিক সংকলন
-
(১) এক বক্তার বৈঠক: শম্ভু মিত্র (২০০৮) (সংগ্রাহক শঙ্খ ঘোষ), তালপাতা, কলকাতা
-
(২) কথার পিঠে কথা (২০১১), শঙ্খ ঘোষের সাক্ষাৎকার সংগ্রহ, দে’জ পাবলিশিং, কলকাতা
-
(৩) থিয়েটারের কথা (২০২২), (গ্রন্থক দেবাশিস মজুমদার, লিখন সহযোগী সুকৃতি লহরী) প্যাপিরাস, কলকাতা
চিঠিপত্রের সংকলন
-
(১) পুরোনো চিঠির ঝাঁপি ১ (২০১৯), একুশ শতক, কলকাতা
-
(২) পুরোনো চিঠির ঝাঁপি ২ (২০২১), একুশ শতক, কলকাতা
সম্পাদনা
-
(১) সপ্তসিন্ধু দশদিগন্ত (১৯৬৩, অলোকরঞ্জন দাশগুপ্তের সঙ্গে) নতুন সাহিত্য ভবন [দে’জ পাবলিশিং], কলকাতা
-
(২) ভারতকোষ (প্রথম খণ্ড/কোষগ্রন্থ, সহ-সম্পাদকমণ্ডলীর সদস্য, ১৩৭১), বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতা
-
(৩) সতীনাথ গ্রন্থাবলী (১৯৭৩, প্রথম ও দ্বিতীয় খণ্ড, নির্মাল্য আচার্যের সঙ্গে), অরুণা প্রকাশনী [মিত্র ও ঘোষ], কলকাতা
-
(৪) হে চিরনূতন (১৯৯৪), বুকফ্রন্ট পাবলিকেশন ফোরাম, কলকাতা
-
(৫) সতীনাথ গ্রন্থাবলী (১৯৭৪, তৃতীয় খণ্ড, নির্মাল্য আচার্যের সঙ্গে), অরুণা প্রকাশনী [মিত্র ও ঘোষ], কলকাতা
-
(৬) সতীনাথ গ্রন্থাবলী (১৯৭৫, চতুর্থ খণ্ড, নির্মাল্য আচার্যের সঙ্গে), অরুণা প্রকাশনী [মিত্র ও ঘোষ], কলকাতা
-
(৭) কবি অরুণ মিত্র (১৯৮৬, অরুণ সেনের সঙ্গে), কবি অরুণ মিত্র সংবর্ধনা সমিতি, কলকাতা
-
(৮) সূর্যাবর্ত (১৯৮৯, রবীন্দ্রকবিতা সংকলন), বিশ্বভারতী গ্রন্থন বিভাগ
-
(৯) এই সময় ও জীবনানন্দ (১৯৯৬), সাহিত্য অকাদেমি, কলকাতা
-
(১০) সুভাষ মুখোপাধ্যায়: কথা ও কবিতা (১৯৯৮, সৌরীন ভট্টাচার্য, অমিয় দেব, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ও প্রণব বিশ্বাসের সঙ্গে), দে’জ পাবলিশিং, কলকাতা
-
(১১) রবীন্দ্ররচনাবলী: পঞ্চদশ খণ্ড: ক। বিবিধ (সম্পাদকমণ্ডলীর সদস্য, ফেব্রুয়ারি, ২০০০), পশ্চিমবঙ্গ সরকার
-
(১২) রবীন্দ্ররচনাবলী ষোড়শ খণ্ড, গ্রন্থপরিচয় (সম্পাদকমণ্ডলীর সদস্য, মে, ২০০১), পশ্চিমবঙ্গ সরকার
-
(১৩) রবীন্দ্ররচনাবলী: পঞ্চদশ খণ্ড, খ। বিবিধ (সম্পাদকমণ্ডলীর সদস্য, মে, ২০০৪), পশ্চিমবঙ্গ সরকার
-
(১৪) গালিব: নির্বাচিত কবিতা (২০০৪, জ্যোতিভূষণ চাকির সঙ্গে), সাহিত্য অকাদেমি, কলকাতা
১৯৫১
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্কিমচন্দ্র স্বর্ণপদক (কলকাতা
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায়)
১৯৫৪
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্নপূর্ণা দেবী স্বর্ণপদক (কলকাতা
বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায়)
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মময়ী স্বর্ণপদক (কলকাতা
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায়)
-
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতিতে কলকাতা
বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মময়ী রৌপ্যপদক (কলকাতা
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায়)
১৯৬৭
-
অক্টোবরে আমেরিকার আয়ওয়া বিশ্ববিদ্যালয়ের
ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামে আমন্ত্রিত অনারারি ফেলো
১৯৭৬
- নক্ষত্র পুরস্কার (‘সঙ্গিনী’ কবিতার জন্য)
১৯৭৭
-
দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংদাস পুরস্কার (‘মূর্খ বড়ো
সামাজিক নয়’ কাব্যগ্রন্থের জন্য)
-
সাহিত্য অকাদেমি পুরস্কার (‘বাবরের প্রার্থনা’
কাব্যগ্রন্থের জন্য)
১৯৮২
-
ত্রিবান্দ্রমের কুমারন আসান পুরস্কার (‘প্রহরজোড়া
ত্রিতাল’ কাব্যগ্রন্থের জন্য)
১৯৮৮
-
এশিয়ান পেন্ট্স্ শিরোমণি পুরস্কার (‘কবিতার মুহূর্ত’
গ্রন্থের জন্য)
১৯৮৯
-
পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার (‘ধুম লেগেছে
হৃৎকমলে’ কাব্যগ্রন্থের জন্য)
১৯৯০
-
‘যুগান্তর’ পত্রিকার মতিলাল পুরস্কার (সমগ্র সাহিত্যসৃষ্টির
জন্য)
১৯৯২
-
অসমের কমলকুমারী ফাউন্ডেশনের ‘কমলকুমারী ন্যাশনাল
অ্যাওয়ার্ড ফর কালচার’ (সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের
জন্য)
-
কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে
‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি
১৯৯৩
-
ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এমেরিটাস ফেলো
(১৯৯৩-১৯৯৫)
১৯৯৫
-
কলকাতার ভারতীয় ভাষা পরিষদের স্বর্ণাঞ্চল পুরস্কার
(‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ কাব্যগ্রন্থের জন্য)
১৯৯৬
-
হায়দরাবাদের জশুয়া ফাউন্ডেশন থেকে ‘জশুয়া সাহিত্য
পুরস্কার’ (সামগ্রিক সাহিত্যকৃতির জন্য)
১৯৯৮
-
মধ্যপ্রদেশ সরকারের কবীর সম্মান (সামগ্রিক সাহিত্যকৃতির
জন্য)
-
কে কে বিড়লা ফাউন্ডেশনের সরস্বতী সম্মান (‘গান্ধর্ব
কবিতাগুচ্ছ’ কাব্যগ্রন্থের জন্য)
১৯৯৯
-
সাহিত্য অকাদেমির অনুবাদ পুরস্কার (‘রক্তকল্যাণ’ গ্রন্থটির
জন্য)
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেশিকোত্তম উপাধি
২০০৩
-
সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের ‘গঙ্গাধর মেহের কাব্য পুরস্কার’
(সামগ্রিক কাব্যকৃতির জন্য)
২০০৪
-
হলদিয়া উৎসব কমিটির অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কার (সামগ্রিক সাহিত্যকৃতির জন্য)
-
শরৎ সমিতির শরৎ স্মৃতি পুরস্কার
-
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট
-
সাহিত্য অকাদেমির সর্বোচ্চ সম্মান হিসেবে ফেলো নির্বাচিত (সামগ্রিক সাহিত্যকৃতির জন্য)
২০০৬
- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট
২০১০
- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট
-
নতুন দিল্লির ইণ্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যাণ্ড
ম্যানেজমেন্ট থেকে গৌরকিশোর ঘোষ স্মৃতি পুরস্কার
২০১১
- ভারত সরকারের পদ্মভূষণ
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের টেগোর মেমোরিয়াল মেডেল
২০১৩
-
নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট
-
সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার (সামগ্রিক
সাহিত্যকৃতির জন্য)
২০১৫
-
শিবপুরের ইণ্ডিয়ান ইনস্টিটিউট অব এঞ্জিনিয়ারিং সায়েন্স
অ্যাণ্ড টেকনোলজির সাম্মানিক ডি-লিট
-
কলকাতা এশিয়াটিক সোসাইটির পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
স্বর্ণপদক (সামাজিক ক্ষেত্রে শিক্ষায় অবদানের জন্য)
২০১৬
- ভারতীয় জ্ঞানপীঠ সংস্থার জ্ঞানপীঠ পুরস্কার
২০১৯
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট
২০২১
-
ইলাহাবাদের অমর উজালা ফাউণ্ডেশনের ‘আকাশ দীপ’ পুরস্কার
(ফেব্রুয়ারি, সামগ্রিক কাব্যকৃতির জন্য)
© Copyright 2023. All rights reserved.